সঠিক উত্তর হচ্ছে: হারা
ব্যাখ্যা: কোন শব্দ বিশ্লেষনে শব্দ+ধাতু এর সাথে কৃত প্রত্যয় পাওয়া গেলে,অই শব্দটিকে উপপদ বলে,আর কৃত প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে।হার ধাতুর সাথে আ কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দে বাস্ত শব্দটি উপপদ,হারা কৃদন্ত পদ।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]