সঠিক উত্তর হচ্ছে: মানসিক অবস্থা
ব্যাখ্যা: নৈতিকতা এক ধরনের মানসিক অবস্থা যা মানুষকে অপরের মঙ্গল চিন্তা করতে এবং সমাজের জন্য ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। যেমন-সত্য বলা, গুরুজনকে মান্য করা, অসহায়কে সাহায্য করা, চুরি, দুর্নীতি থেকে বিরত থাকা ইত্যাদি। এগুলো মানুষের নৈতিকতার প্রমাণ। \' নৈতিকতার উদ্ভব ঘটে ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ\' থেকে।