সঠিক উত্তর হচ্ছে: ঐকদেশিক আধারাধিকরণ
ব্যাখ্যা: সমীপ্য অর্থে ঐকদেশিক অধিকরণ হয়।
\nঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।
\nসামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন
\nঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)
\n\'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)
\nরাজার দুয়ারে হাতি বাঁধা।