সঠিক উত্তর হচ্ছে: ককবোরক
ব্যাখ্যা: ত্রিপুরা সম্প্রদায়ের ভাষার নাম \"ককবোরক\"। এর অর্থ - মানুষের ভাষা। এই ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই। বাংলা ও রোমান হরফে লেখা হয়।
অন্যদিকে, \"আচিক খুসিক\" হলো গারো সম্প্রদায় এবং
\"কুঁড়ুখ ও সাদরি\" হলো ওরাঁও সম্প্রদায়ের ভাষা।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী)