শিখা পরীক্ষায় অজৈব লবণকে গাঢ় HCl দ্বারা সিক্ত করে প্লাটিলাস তারে বুনসেন দ্বীপের দীপ্তিহীন শিখায় উত্তপ্ত করা হয়। ফলে উদ্বায়ী ধাতব ক্লোরাইড উত্পন্ন হয়,যা বৈশিষ্ট্যপূণ উজ্জ্বল শিখা উত্পন্ন করে। অন্য কোনো এসিড এরুপ উদ্বায়ী ধাতব ক্লোরাইড লবণ উত্পন্ন করে না। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক এসিডl ব্যবহার করা হয়।