সঠিক উত্তর হচ্ছে: অর্ধ-তৎসম শব্দ
ব্যাখ্যা: বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে। অর্থাৎ বাংলা । ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে সংস্কৃত ভাষা থেকে। যেমন- কেষ্ট, কুচ্ছিত, খিদে, গিন্নি, গেরাম, ছেরাদ্দ, জ্যোৎস্না, তেষ্টা নেমতন্ন, বোষ্টম, মিষ্টি, ষাড়ঁ ইত্যাদি