নিচের অপশন গুলা দেখুন
- উজবেকিস্তান
- ভিয়েতনাম
- সোমালিয়া
- কিউবা
১৪ নভেম্বর ২০০৫ সালে উজবেকিস্তান ও রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উজবেকিস্তান রাশিয়ার কাছ থেকে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটির সুবিধাদি (সৈন্য + ঘাঁটি) পেয়ে আসছে। ভিয়েতনামের কাম রান এ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি ছিল কিন্তু ২০০২ সালের পর তা আর তেমন সক্রিয় নেই। সম্প্রতি রাশিয়া এটিকে আবার সক্রিয় করার চিন্তা করছে। কিউবাতে রাশিয়ার একটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল যেটাকে সামরিক ঘাঁটি বলা যায় না। আর ভিয়েতনামে রাশিয়ার সামরিক ঘাঁটিতে সৈন্য না থাকলেও ঘাঁটির সুবিধা বিদ্যমান। তাই উত্তর হবে অপশন b).