বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নত দেশে কাগজের মুদ্রা ব্যবহার করা হয়। এটি যাতে জাল বা নকল করে কেউ তৈরি করলে ধরা পড়ে তার প্রতিরক্ষাস্বরূপ মুদ্রা বা পাসপোর্ট এর রাসায়নিক পদার্থ যেমন পলি ল্যাকটাইড, Lucifer yellow, ডাই ফিনাইল হেক্সাটাইন, এরিথ্রোসিন ইত্যাদি দিয়ে মুদ্রা বা পাসপোর্ট এর চিহ্ন বা ছবি মুদ্রিত করা হয় এবং এটা দৃশ্যমান আলোতে অদৃশ্য থাকলেও UV রস্মিতে ঐ ব্যাংক নোট বা পাসপোর্ট রাখলে তা স্পষ্ট হয়ে ওঠে। এতে কর্তৃপক্ষ বুঝতে পারে আসল নোট ও সঠিক পাসপোর্ট। সুতরাং অতিবেগুনি রশ্মির ব্যবহার সহজেই নকল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করা যেতে পারে