সঠিক উত্তর হচ্ছে: পাকিস্তান সেনাবাহিনী
ব্যাখ্যা: \'স্কর্চড আর্থ’ বা পোড়ামাটি নীতি কী?\nস্কর্চড আর্থ বা পোড়ামাটি নীতি এমন একটি সামরিক\nকৌশল যা দ্বারা সেনারা এক জায়গা থেকে অন্য\nজায়গায় যাওয়ার সময় প্রতিপক্ষের সামরিক বেসামরিক\nনির্বিশেষে সবাইকে হত্যার পাশাপাশি সবকিছু পুড়িয়ে\nদেয়। শত্রুর পক্ষে ব্যবহার করা সম্ভব—এমন স্থাপনা ও\nঅবকাঠামো পুড়িয়ে দেয়। এ থেকে পরিত্রাণ পায় না\nখাদ্যের উৎস, পানি সরবরাহ, পরিবহন, যোগাযোগ,\nশিল্পকারখানা।অর্থ্যাৎ প্রতিপক্ষের সবকিছু জ্বালিয়ে\nপুড়িয়ে একেবারে\nনি:চিহ্ন করে দেওয়ায় হল স্কর্চড আর্থ’ বা পোড়ামাটি\nনীতি। বর্তমানে মিয়ানমারে সেনাবাহিনী\" জাতিগত\nনির্মূল \" অপারেশনে পোড়া মাটি নীতি অনুসরণ করছে ।\n১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার\nবাহিনীও পোড়া মাটি নীতি গ্রহণ করেছিল । সেজন্যেই\nতো পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান\nবলেছিল\n\" পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, মাটি চাই।\"