সঠিক উত্তর হচ্ছে: অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা: অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস \'তিতাস একটি নদীর নাম\' (১৯৫৬)। এই উপন্যাসটি প্রথমে মাসিক \'মোহাম্মদী পত্রিকায়\' প্রকাশিত হয়। অদ্বৈত মল্লবর্মণ মারা যাওয়ার পর ১৯৫৬ সালে \'তিতাস একটি নদীর নাম\' শিরোনামে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।