সঠিক উত্তর হচ্ছে: হুমায়ুন কবির
ব্যাখ্যা: \'নদী ও নারী\' এর রচয়িতা হুমায়ুন কবির।\n\n\nহুমায়ুন কবির (২২ ফেব্রুয়ারি, ১৯০৬-১৮ আগস্ট, ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।\nতার উল্লেখযোগ্য রচনাবলী:\nনদী ও নারী (উপন্যাস)\nইমানুয়েল কান্ট (১৯৩৬)\nশরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)\nবাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ)।