সঠিক উত্তর হচ্ছে: ৪ক
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ৪ক অনুচ্ছেদে \'জাতির পিতার প্রতিকৃতি\' সম্পর্কে বলা হয়েছে। ৪ নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, ২ক নং অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম এবং ৫ নং অনুচ্ছেদে রাজধানীর কথা উল্লেখ করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।