ভাইভা প্রস্তুতি
মেয়েদের জন্য ভাইভার ড্রেসআপের ক্ষেত্রে মার্জিত রংয়ের শাড়ি পরতে পারেন। কেউ চাইলে সালোয়ার-কামিজও পরতে পারেন। তবে তা যেন মার্জিত, রুচিসম্মত রং এবং ডিজাইনের হয়। অতিরিক্ত কারুকাজ যুক্ত পোশাক ব্যবহার না করাই ভলো। জুতো শাড়ি বা সালোয়ার-কামিজের সঙেগ মিলিয়ে পরতে পারলে ভালো হয়। তবে হাই হিল না পড়া ভালো। এমন জুতো পরবেন যেট হাটার সময় শব্দ না হয়। স্বাভাকি কানের দুল এবং গলায় চেইন পরতে পারেন। আপনি চাইলে হালকা মেকআপ ও হালকা লিপস্টিক ব্যবহার করতে পারেন। কেউ চাইলে বোরকা ও হিজাব পরে যেতে পারেন। তবে এক্ষেত্রে মুখমন্ডল উন্মুক্ত রাখতে হবে।