সঠিক উত্তর হচ্ছে: জেনেভা
ব্যাখ্যা: জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’। যেমন____
\n\n* WTO ➟ জেনেভা ।
\n\n* WHO ➟ জেনেভা ।
\n\n* WMO ➟ জেনেভা ।
\n\n* WIPO ➟ জেনেভা ।
\n\n* ILO➟ জেনেভা। (ব্যতিক্রম)
\n\nবাকি গুলোো________
\n\n* FAO➟ রোম।
\n\n* IMCO➟ লন্ডন।
\n\n* IMO➟ লন্ডন।
\n\n* ICAO➟ মন্ট্রিল।
\n\n* UNESCO➟ প্যারিস।
\n\n* NATO➟ ব্রাসেলস।
\n\n* UNIDO➟ ভিয়েনা।
\n__________________________\n© অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।
\n\n© ওষুধ, আণবিক গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের সদর দপ্তর____ ভিয়েনা, অস্ট্রিয়া। যেমন___ IAEA.
\n\n© খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। যেমন___WFP, FAO, IFAD।