সঠিক উত্তর হচ্ছে: নিচের পানির ঘনত্ব হিমবাহের চেয়ে বেশি বলে
ব্যাখ্যা: এর কারণ হলো পানির অনুতে বিদ্যমান হাইড্রোজেন বন্ধন গঠনের ভূমিকা। বরফের অনু সর্বাধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত, তাই আন্তআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। ফলে বরফের আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়। পানির ঘনত্বের চেয়ে বরফের ঘনত্ব কম হয়, তাই বরফ বা হিমশৈলী পানিতে ভাসে।