সঠিক উত্তর হচ্ছে: শামসুদ্দিন আবুল কালাম
ব্যাখ্যা: মাহেনও পত্রিকার সম্পাদক ছিলেন শামসুদ্দিন আবুল কালাম। তার প্রকৃত নাম মূলত আবুল কালাম শামসুদ্দিন৷ তিনি দৈনিক আজাদের ও সম্পাদক ছিলেন। এজন্যে ১৯৫৫ সালে নিজের নাম পরিবর্তন করে শামসুদ্দিন আবুল কালাম ঘোষণা করেন। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে- অনেক দিনের আশা, পথ জানা নেই, দুই হৃদয়ের তীরে, আলমনগরের উপকথা, কাশবনের কন্যা, কাঞ্চনমালা, সমুদ্র বাসর, কাঞ্চনগ্রাম ইত্যাদি [ততথ্যসূত্রঃ সাহিত্য সাময়িকী -প্রথম আলো]