সঠিক উত্তর হচ্ছে: গানবোট কূটনীতি
ব্যাখ্যা: বিশ্বব্যাপী প্রচলিত অদ্ভুত কূটনীতির একটি হলো গানবোট কূটনীতি। গানবোট কূটনীতি হলো একরকম, সামরিক আগ্রাসনের ভয়ভীতি দেখানো বা অপেক্ষাকৃত বেশি দুর্বল প্রতিপক্ষকে চাপে ফেলে যুদ্ধ এড়িয়ে সুবিধা আদায় করে নেওয়ার একটি মাধ্যম। এটি মূলত সমুদ্রপথে সংশ্লিষ্ট দেশটির সীমানার আশেপাশে বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌবহর পাঠিয়ে চাপে রাখার একটি কৌশল। মূলত দুর্বল ও ছোট দেশগুলোর বিপরীতে এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন ও আগ্রাসন সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট হাইতি, পানামা, কলম্বিয়া এবং নিকারাগুয়ার বিরুদ্ধে এই গানবোট কূটনীতি ব্যবহার করেছিলেন।