সঠিক উত্তর হচ্ছে: ভ
ব্যাখ্যা: ? ঘোষ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন- গ, ঘ ইত্যাদি। বর্গের ৩য় + ৪র্থ + ৫ম কলাম হলো ঘোষ ধ্বনির উদাহরণ। \r\nগ ঘ ঙ\r\nজ ঝ ঞ\r\nড ঢ ণ\r\nদ ধ ন\r\nব ভ ম\r\n_______________________________ \r\n\r\n? অঘোষ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তখন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়, এরূপ ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। যেমন- ক, খ ইত্যাদি। বর্গের ১ম ও ২য় কলাম অঘোষ ধ্বনির উদাহরণ। \r\nক খ\r\nচ ছ\r\nট ঠ\r\nত থ\r\nপ ফ\r\n_______________________________\r\n? অল্পপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, এরূপ ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ। যেমন- ক, গ ইত্যাদি। ১ম ও ৩য় কলাম অল্পপ্রাণ ধ্বনি \r\n\r\n১ম ৩য় \r\nক গ \r\nচ জ \r\nট ড \r\nত দ \r\nপ ব \r\n_______________________________\r\n? মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, এরূপ ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ। যেমন- খ, ঘ ইত্যাদি। অন্য কথায় বলা যায়, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে, সে ব্যঞ্জনগুলোকে বলে মহাপ্রাণ। [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯] বর্গের ২য় ও ৪র্থ কলাম মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। \r\n ২য় ৪র্থ\r\n খ ঘ\r\n ছ ঝ\r\n ঠ ঢ\r\n থ ধ\r\n ফ ভ