সঠিক উত্তর হচ্ছে: ৩
ব্যাখ্যা: অর্থগতভাবে শব্দ তিন প্রকার; যেমনঃ(ক) যৌগিক (খ)রূঢ়ি (গ) যোগরূঢ়। উৎসগতভাবে শব্দ পাঁচ প্রকার; যেমনঃ (ক) তৎসম (খ) অর্ধ-তৎসম (গ) তৎভব (ঘ) দেশি (ঙ) বিদেশি। গঠনমূলকভাবে শব্দ দুই প্রকার; যেমনঃ (ক) মৌলিক (খ) সাধিত [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]