সঠিক উত্তর হচ্ছে: ত্রিপুরা
ব্যাখ্যা: \nত্রিপুরা ক্ষুদ্রনৃগোষ্ঠীর নববর্ষ উৎযাপনের নাম বৈসু। এর অন্যান্য নাম : বৈসুক, বাসুই।\n\nউল্লেখ্য, এর সাথে মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই আর চাকমা এবং তঞ্চংগ্যাদের অনুষ্ঠান নাম বিজু। এই তিনটি নামের আদ্যাক্ষর নিয়ে তৈরি হয়েছে বৈসাবি (বৈসুক, সাংগ্রাই, বিজু )।\n\nত্রিপুরা ক্ষুদ্রনৃগোষ্ঠীর এই উৎসবটি তিন দিন ধরে উৎযাপন করা হয়।