নিচের অপশন গুলা দেখুন
- মাওলানা ভাসানী
- মাওলানা আতাহার আলী
- মাওলানা আজহার আলী
- হাজী দানেশ
১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত হয়। চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
দলগুলো ছিল -
- মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন - আওয়ামী মুসলিম লীগ,
- শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন - কৃষক-শ্রমিক পার্টি,
- মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন - নেজাম- ই-ইসলামী এবং
- হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।