সঠিক উত্তর হচ্ছে: পুতুল নাচের ইতিকথা
ব্যাখ্যা: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘পুতুল নাচের ইতিকথা’ (১৯৩৬) উপন্যাসের প্রধান চরিত্র - শশী, কুমুদ, কুসুম, গোপাল প্রমুখ। অন্যদিকে রবীন্দ্রনাথের ‘গোরা উপন্যাসের প্রধান চরিত্র - গোরা, সুচরিতা, ললিতা, বিনয় প্রমুখ। তারাশস্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ ও রশীদ করিমের ‘উত্তর পুরুষ’ উপন্যাসের প্রধান চরিত্র যথাক্রমে - নিতাই ও শাকের।