সঠিক উত্তর হচ্ছে: ভণিতার উপস্থিতি
ব্যাখ্যা: বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত \'খনার বচন\' মূলত কৃষিভিত্তিক ছড়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপন, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে খনার ১৪. বচন রচিত। অজস্র খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জন-জীবনের সাথে মিশে আছে।