সঠিক উত্তর হচ্ছে: মনঃ +রম
ব্যাখ্যা: অ - কারের পরস্থিত স- জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্হ য, অন্তস্হ ব, র, ল, হ, থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ স্হলে ও - কার হয়। যেমন - তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ইত্যাদি।\n