সঠিক উত্তর হচ্ছে: সুনামি
ব্যাখ্যা: সমুদ্র তলদেশে ভুমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে সুনামি বলে। ইংরেজিতে tsunami হলো সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।\nহারিকেনঃ নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশেষ। সাধারণভাবে এই জাতীয় ঘূর্ণিঝড়কে সাধারণভাবে বলা হয় সাইক্লোন (Cyclone)।\nটাইফুনঃটাইফুন বা হারিকেন হ\'ল গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জুড়ে গঠিত, তবে কেবল যদি সমুদ্র খুব উষ্ণ থাকে তবে তাপমাত্রা কমপক্ষে 22 ডিগ্রি সেলসিয়াস থাকে। উষ্ণ এবং আর্দ্র সমুদ্রের বায়ু সমুদ্রের নিকটে নিম্ন বায়ুচাপের ক্ষেত্র তৈরি করে।