নিচের অপশন গুলা দেখুন
- উপসর্গ
- প্রত্যয়
- অনুসর্গ
- অব্যয়
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন। পদরূপে আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্যে করে সেগুলােকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। বাংলা ভাষায় অসংখ্য অনুসর্গ আছে। যেমন- প্রতি, বিনা, বিহনে, দিয়ে, হেতু, ভিন্ন, হইতে ইত্যাদি।
\nউদাহরণ: ‘হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতাে সে। \'