সঠিক উত্তর হচ্ছে: ং, ঃ
ব্যাখ্যা: পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ঁ। ... যে বর্ণ কখনো স্বাধীন বা স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এই ধ্বনিগুলো অন্য ধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয় বলে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে।