সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৪
ব্যাখ্যা: ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান ১৯৯৪ সালে।
\nইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা।
\n১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।