সঠিক উত্তর হচ্ছে: ধমনির ভিতর দিয়ে
ব্যাখ্যা: রক্ত বাহিকা (Blood Vessels) \r\n ══━━━━✥◈✥━━━━══\r\n? রক্তবাহিকা তিন প্রকার। যথা- ধমনী, শিরা ও কৈশিক জালিকা। \r\n\r\n? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড হতে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। \r\n\r\n? শিরা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে পরিবহন করে। \r\n\r\n? ধমনীর ভিতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়। চিকিৎসক রোগীর নাড়ী দেখার সময় ধমনীর স্পন্দন দেখেন। \r\n\r\n? একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন (Pulse Rate) 72/মিনিট। \r\n\r\n? প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ প্রয়োগ করে, তাকে রক্তচাপ বলে। রক্তচাপ দুই প্রকার। যথা- \r\n\r\n ? সিস্টোলিক রক্তচাপ (110-140 মিমি পারদ)\r\n ? ডায়াস্টোলিক রক্তচাপ (60-90 মিমি পারদ) \r\n ══━━━━✥◈✥━━━━══ ✥◈✥━━━━══