সঠিক উত্তর হচ্ছে: ইতালি
ব্যাখ্যা: বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি সংস্থা-\n\n♦G-7 সম্মেলন - ২০২১\n★৪৭তম সম্মেলন\n★অনুষ্ঠিত হয় - ১১-১৩ জুন, ২০২১\n★অনুষ্ঠিত হয় - কার্বিস বে, সেন্ট ইভস্, কর্নওয়াল, UK\n★Motto- Building Back Better\n★সদস্য দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি ও কানাডা\n★২০২২ সালে হবে- জার্মানিতে (৪৮তম)\n\n♦BRICS সম্মেলন - ২০২১\n★১৩তম সম্মেলন\n★অনুষ্ঠিত হয়- ৯ সেপ্টেম্বর, ২০২১\n★অনুষ্ঠিত হয় -নয়াদিল্লী, ভারত\n★সদস্য দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা\n★২০২২ সালে হবে হবে- চীন (১৪তম)\n★বর্তমান সভাপতি- নরেন্দ্র মোদি\n\n♦G-20 সম্মেলন - ২০২১\n★১৬তম সম্মেলন\n★অনুষ্ঠিত হবে- ৩০-৩১ অক্টোবর, ২০২১\n★অনুষ্ঠিত হবে - রোম, ইতালি\n★Motto- People, Planet, and Prosperity\n★২০২২ সালে হবে- বালি, ইন্দোনেশিয়া (১৭তম)\n★২০২৩ সালে হবে- নয়াদিল্লী, ভারত (১৮তম)\n\n★সদস্য সমূহ (১৯ টি দেশ ও ১ টি সংস্থা)\nA= Argentia & Australia\nB= Brazil\nC= China & Canada\nE= European Union (সংস্থা)\nF= France\nG= Germany\nI= India, Indonesia & Italy\nJ= Japan\nM= Mexico\nR= Russia\nS= South Africa, South Korea & Soudi Arabia\nT= Turkey(তুরস্ক)\nU= USA & UK\n\nনিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।