সঠিক উত্তর হচ্ছে: এপিডার্মাল
ব্যাখ্যা: যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের প্রাথমিক গঠন সৃষ্টিতে অংশ নেয় এবং উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে । কাণ্ড , পাতা ও ফুলের বিভিন্ন অংশের ত্বক , বিটপের প্রােটোডার্ম থেকে এবং মূলের মূলত্রে আবৃত অংশের শীর্ষ ভাজক টিস্যুর একটি কোষস্তর থেকে এর উৎপত্তি হয় ।