নিচের অপশন গুলা দেখুন
- স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
- শাসনতান্ত্রিক কাঠামো
- কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- বিচার ব্যবস্থা
ঐতিহাসিক \'ছয় দফা\'য় বর্ণিত দাবিগুলো হলোঃ
\r\n০১. পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।\r\n\r\n
০২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল\r\n\r\nবিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।
০৩, সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু\'ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা।\r\n\r\n
০৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে\r\n\r\nআঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের\r\n\r\nআদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয়\r\n\r\nসরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
০৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে