সঠিক উত্তর হচ্ছে: পাহাড় ও প্রচুর বৃষ্টি
ব্যাখ্যা: সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ পাহাড় ও বৃষ্টি।\nচা চাষেএ জন্য উষ্ণ আদ্র জলবায়ু প্রয়োজন। ১৬-১৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ও ২৫০ সে.মি. বৃষ্টিপাত প্রয়োজম হয়।আর এমন আবহাওয়া সিলেটে বেশ পাওয়া যায়। পাহাড়ি মাটি উর্বর ও লৌহ মিশ্রিত যা চা চাষের জন্য ভাল।\n\n[তথ্যসূত্রঃভূগোল ও পরিবেশ, নবম দশম শ্রেণী]