সঠিক উত্তর হচ্ছে: হাঁসুলি বাকের উপকথা
ব্যাখ্যা: অপশনে উল্লেখিত সবকয়টি উপন্যাসেই তারাশংকর বন্দোপাধ্যায়ের রচনা। এর মধ্য চৈতালি ঘূর্ণি তার রচিত প্রথম উপন্যাস এবং হাঁসুলি বাকের উপকথা তার রচিত একটি আঞ্চলিক উপন্যাস। তিনি ভারত সরকার কতৃক পদ্মভূষন এবং পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]