সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা: ১৯০২ সালেই রোকেয়া রচনা করেছিলেন পদ্মরাগ নামের এক উপন্যাস - তাঁর একমাত্র উপন্যাস। যদিও গ্রন্থাকারে সেটি প্রকাশ পেয়েছিল অনেক বছর পরে - ১৯২৪ সালে। ‘পদ্মরাগে’র রচনাকালের সময়ে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন চোখের বালি, তারও পরে রচনা করেছেন নৌকাডুবি, যখন তাঁর মনে হয়েছে ‘স্বামীত্ব’ মেয়েদের কাছে একটি আইডিয়া। স্বামীকে তারা ‘ব্যক্তি’ বলে না দেখে ‘স্বামী’ বলে দেখে বলেই অনায়াসে প্রথম জাগ্রত ভালোবাসাকে নিঃশেষে ভুলে অচেনা স্বামীত্বের চরণবন্দনাতেই নারীজন্ম সার্থক করতে পারে। এক অনগ্রসর, অচেতন সমাজের বুকে দাঁড়িয়েও রোকেয়া কতদিন আগে লিখেছিলেন পদ্মরাগ । এক তারিণীভবনের ছবি এঁকেছিলেন সেখানে, যেখানে নানা ধর্মের, নানা বর্ণের নির্যাতিতা, নিপীড়িতা, সমাজ - নিষ্পেষিতা, স্বামী - পরিত্যক্তা মেয়েদের ভিড়।