সঠিক উত্তর হচ্ছে: কর্মে ৭মী
ব্যাখ্যা: গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি।
\nযাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
\nকর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।