নিচের অপশন গুলা দেখুন
- আধ্যাত্মিক
- সামাজিক
- ঐতিহাসিক
- প্রেমের
বাংলা, উপন্যাস সাহিত্যে উজ্জ্বল নাম রমেশ্চন্দ্র দত্ত (১৮৪৮-১৯০৯)। বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবী বন্ধন (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) এবং জীবনসন্ধ্যা (১৮৭৯) – চারটিই তার রচিত ঐতিহাসিক উপন্যাস। মোঘল সম্রাট আড়ঙ্গজেবের বিরুদ্ধে শিবাজীর সংগ্রাম ও সাফল্য ‘জীবন-প্রভাত’ উপন্যাসটির উপজীব্য বিষয়।