সঠিক উত্তর হচ্ছে: ১৯২৬
ব্যাখ্যা: ১৯২৬ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটির মাধ্যমে \'বুদ্ধির মুক্তি\' আন্দোলনের সূত্রপাত হয়। সংগঠনটির প্রধান লেখক ছিলেন আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হসেন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন প্রমুখ।