সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৭ সালে
ব্যাখ্যা: * ১৯৪৭ সালে জেনেভাতে GATT চুক্তি স্বাক্ষরিত হয়। \n* উদ্দেশ্য : বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা। ২য় বিশ্বযুদ্ব পরবর্তী সময়ে রাষ্ট্রসমূহের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণের প্রয়োজন থেকেই GATT জন্মলাভ করে।