সঠিক উত্তর হচ্ছে: এডেন সাগর-লোহিত সাগর
ব্যাখ্যা: বসফরাস প্রণালী: বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। ... বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দেনেলাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে।