সঠিক উত্তর হচ্ছে: উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা: কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আবার উপপদ হচ্ছে - যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। যেমন; জলে চরে যা = জলজ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ।