সঠিক উত্তর হচ্ছে: জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা: জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। যা ১৯৭১ সালে লেখা। উপন্যাসটির পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। উপন্যাসের প্রধান চরিত্র প্রবীণ শিক্ষক গাজী রহমানকে কেন্দ্র করে এগিয়ে গেছে কাহিনী। উল্লেখ্য, \'পতঙ্গ পিঞ্জর\', \'নেকড়ে অরণ্য\' এবং \'চৌরসন্ধি\' হলো শওকত ওসমান রচিত উপন্যাস।