উফশী জাতে যখন প্রয়োজনীয় বিশেষ গুনাগুণ, যেমন রোগবালাই প্রতিরোধক্ষমতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা-সহিষ্ণুতা ইত্যাদি সংযোজিত হয় তখন তাকে আধুনিক জাত বলা হয়। তাই সকল উফশী জাত আধুনিক নয়, কিন্তু সব আধুনিক ধানে উফশী জাতের গুণ বিদ্যমান। আমাদের দেশের কৃষকরাও উফসী ও আধুনিক জাতের ধান উদ্ভাবন করেছেন।