সঠিক উত্তর হচ্ছে: জটিল বাক্যে
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। জটিল বাক্যে একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া বর্তমান থাকে । যেমন- যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।\n\n