সঠিক উত্তর হচ্ছে: মেনেস
ব্যাখ্যা: প্রাচীন মিশরের সূচনা হয়েছিলো খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে, বিশেষ করে নবোপলীয় যুগে। এর ব্যাপ্তিকাল ছিলো প্রায় ২৫০০ বছর। তবে মিশরীয় সভ্যতার সূচনা করেন ফারাও মেনেস বা নারমার এবং তিনি খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে প্রথম মিশরকে ঐক্যবদ্ধ করেন। তার আগে মিশর অনেকগুলো ছোট নগরে বিভক্ত ছিলো যা “নোম” নামে পরিচিত ছিলো। ফারাও মেনেস প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।