সঠিক উত্তর হচ্ছে: রক্ষীকোষ
ব্যাখ্যা: রক্ষী কোষদ্বয়ের পত্ররন্ধ্র-সংলগ্ন প্রাচীর বেশ পুরু, কিন্তু বহির্বিভাগের অর্থাৎ বহিঃত্বক কোষ-সংলগ্ন প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষদ্বয়ের স্ফীত অথবা শিথিল অবস্থা পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে