সঠিক উত্তর হচ্ছে: সমীভবন
ব্যাখ্যা: সমীভবনঃ পাশাপাশি বা কাছাকাছি উচ্চারিত দুটি ভিন্ন ব্যঞ্জনের একটি অপরটির প্রভাবে বা দুটিই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই বা একই ধরনের ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বা ব্যঞ্জন সংগতি বলে।\nমধ্যস্বরাগম : উচ্চারণের সুবিধার জন্যে শব্দের মধ্যে স্বরের আগমন ঘটলে তাকে বলে মধ্যস্বরাগম । যেমন- নয়ন>নয়ান, বয়ন>বয়ান, চাকরি>চাকুরি, ফুলস্টপ>ফুলুস্টপ, ফ্লুট>ফুলুট বিপ্রকর্ষের সমস্ত উদাহরণ।\nঅপিনিহিতির সংজ্ঞা ও উদাহরণ শব্দমধ্যস্থ ই বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। এই প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া প্রয়োজন: শব্দের যে কোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, তখনই অপিনিহিতি হবার সম্ভাবনা থাকে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]