সঠিক উত্তর হচ্ছে: সরল
ব্যাখ্যা: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।\n\nপ্রদত্ত বাক্যটি সরল বাক্য। কারণ, যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। উপরোক্ত বাক্যে একটি উদ্দেশ্য (সুশিক্ষিত লোক) এবং একটি বিধেয় ( স্বশিক্ষিত) আছে। তাই প্রদত্ত বাক্যটি সরল বাক্য।