সঠিক উত্তর হচ্ছে: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ\n
ব্যাখ্যা: তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং \"ভালো আছি ভালো থেকো\"সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।
\nপ্রকাশিত গ্রন্থ:
\nকবিতা:
\nউপদ্রুত উপকূল (১৯৭৯)
\nফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১)
\nমানুষের মানচিত্র (১৯৮৬)
\nছোবল (১৯৮৬)
\nগল্প (১৯৮৭)
\nদিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
\nমৌলিক মুখোশ (১৯৯০)
\nছোটগল্প:
\nসোনালি শিশির
\nনাট্যকাব্য:
\nবিষ বিরিক্ষের বীজ
\nবড়গল্প:
\nমনুষ্য জীবন
\nপুরস্কার:
\nমুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার (১৯৮০)