সঠিক উত্তর হচ্ছে: একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
ব্যাখ্যা: একুশে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভেঙ্গে ২০ জন করে যে খ- মিছিল বিশ্ববিদ্যালয় থেকে বের হতে থাকে, জহির রায়হান ছিলেন তার প্রথম দশজনের একজন। ১৯৫৫ সালে একুশে উদ্যাপনের সময় তাঁকে আবার কারাবরণ করতে হয়। ১৯৫৫ সালে শহীদ দিবস পালনের প্রস্তুতি, সরকারী বাধা ইত্যাদি অবরুদ্ধতাকে কেন্দ্র করে \'আরেক ফাল্গুন\' উপন্যাসের পটভূমি রচিত।\n.[তথ্যসূত্রঃ পত্রিকা]